Why Node is Required?
এই ভিডিও তে Node, Npm দিয়ে React এপ্লিকেশনে কি কাজ করা যায় তার কিছু উদাহরণ দেখানো হয়েছে। React এপ্লিকেশন এ অনেক জাভাস্ক্রিপ্ট কম্পোনেন্ট ফাইল থাকতে পারে। সব গুলো ফাইল থেকে একটি জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরী করার জন্য webpack এর মতন node প্যাকেজ দরকার হয়।
ES6 এর কিছু কনসেপ্ট জানা থাকা জরুরি। যেমন:
1 2 3 4 5 6 7 8 | // exports a function declared earlier function sum(a , b) { return a + b; } export { sum }; // exports a constant export const squareRoot4 = Math.sqrt(4); |
1 | import {sum} from './sum.js'; |
নিচের ছবিতে দেখানো হয়েছে webpack type এর bundler কিভাবে কাজ করে :
Your Comments