React Fragments. এই ভিডিও তে দেখবো React এর Fragment কিভাবে ব্যবহার করা যায়।
Github Link: React Tutorial in Bangla
React Fragment : React fragments
এই টিউটোরিয়াল এ দেখানো হয়েছে: React Fragment কোথায় কাজে লাগে , কিভাবে ব্যবহার করতে হয়।
পরপর ২টি এলিমেন্ট কোনো প্যারেন্ট এলিমেন্ট ছাড়া ব্যবহার করতে গেলেই React বাবাজী গোস্সা করে বসেন। তখন হয়তো এক্সট্রা div ব্যবহার করতে হয়। এই অবস্থা থেকে উদ্ধার পেতে React লাইব্রেরি তে যুক্ত হয়েছে Fragment. কিভাবে Fragment ব্যবহার করা যায় জানতে হলে দেখতে হবে ভিডিওটি।
বর্তমানে React ডেভেলপার এর চাহিদা প্রচুর। Single Page Application কিংবা সংক্ষেপে SPA তৈরী করতে React ব্যবহার করা হয়। আর React জানলে, React Native -এ কাজ করা সহজ। React Native দিয়ে Android এবং iOS এর জন্য মোবাইল এপ্লিকেশন তৈরী করা যায়।
Your Comments