Publish React Website
Publish React Website. এই ভিডিও তে দেখবো কিভাবে React দিয়ে তৈরী ওয়েবসাইট সহজে সারা দুনিয়াকে দেখানো যায়।
Demo : http://digitaloy-react.netlify.com
Netlify : https://www.netlify.com/
Github Link: React Tutorial in Bangla
React দিয়ে ওয়েবসাইট তৈরী করা শিখছি। এখন এই ওয়েবসাইট অন্য কে দেখানোর পালা। React ওয়েবসাইট অন্য কে সহজে দেখানোর একটি উপায় হলো : netlify . এই সার্ভিস ব্যবহার করে খুব সহজে ফ্রি তে অন্য কে ডেমো তৈরী করে দেখানো সম্ভব। তাহলে আর দেরি কেন ? Netlify ব্যবহার করে কিভাবে React ওয়েবসাইট এর ডেমো তৈরী করা যায় ? জানতে হলে দেখতে হবে ভিডিও টি।
বর্তমানে React ডেভেলপার এর চাহিদা প্রচুর। Single Page Application কিংবা সংক্ষেপে SPA তৈরী করতে React ব্যবহার করা হয়। আর React জানলে, React Native -এ কাজ করা সহজ। React Native দিয়ে Android এবং iOS এর জন্য মোবাইল এপ্লিকেশন তৈরী করা যায়।