Digitaloy

HTML image element

HTML image element

এই লেকচার এ আমরা শিখব কিভাবে ওয়েবসাইট এ ছবি (image) দেখানো যায়।  ছবি দেখানোর জন্য HTML এলিমেন্ট <img /> ব্যবহার করা হয়। ছবির দৈর্ঘ্য (height) এবং প্রস্থ (width) চাইলে চত বড় করা যায়। এই জন্য <img /> ট্যাগ এর সাথে width এবং height এট্রিবিউট থাকতে হবে। ছবি দেখানোর জন্য অবস্যই <img /> ট্যাগ এর src এট্রিবিউট এ ছবির লিংক দিতে হবে। ছবি টি নিজের কম্পিউটার এ থাকতে পারে, একি ফোল্ডার এ থাকতে পারে, অন্য ফোল্ডার এ থাকতে পারে এমন কি অন্য ওয়েবসাইট এ থাকতে পারে। সুতরাং ঠিকই মতন ছবির লিংক অথবা ছবির লোকেশন দেয়া জরুরি। Width এবং height এর ভ্যালু সাধারণত পিক্সেল (px) এ হয়।

 

Youtube এ সাবস্ক্রাইব করুন নতুন কোর্স আসার সাথে সাথে আপডেট পাওয়ার জন্য : https://goo.gl/ZHBm3V

কোনো প্রশ্ন আছে ? জিজ্ঞাসা করুন আমাদের ফেইসবুক গ্রুপ এ : https://www.facebook.com/groups/webtutts
ফেইসবুক পেজ : https://facebook.com/digitaloy/
আমরা আছি টুইটার এ : https://twitter.com/digitaloy

Your Comments