জাভাস্ক্রিপ্ট – স্ট্রিং

জাভাস্ক্রিপ্ট – স্ট্রিং  (Javascript – String)

অফিসিয়াল ডকুমেন্ট: জাভাস্ক্রিপ্ট স্ট্রিং

জাভাস্ক্রিপ্ট এর একটা দাতা টাইপ হলো : স্ট্রিং।  অন্যান্য C ফ্যামিলির language  এর মতন জাভাস্ক্রিপ্ট এর স্ট্রিং  ব্যবহার হয়। এই স্ট্রিং এর নাম কেন স্ট্রিং! কোনো সঠিক ইতিহাস নাই 🙂 . যাই হৌক, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং এর উদাহরণ :

“digitaloy”

“ডিজিটালয়”

“I am a string”.

এখন স্ট্রিং এর ভেতর চাইলে স্পেশাল ক্যারেক্টার যোগ করা সম্ভব।  এই স্পেশাল ক্যারেক্টার এর লিস্ট পাওয়া যাবে এখানে : জাভাস্ক্রিপ্ট স্ট্রিং

Odesk / Upwork এ জাভাস্ক্রিপ্ট টেস্ট এ স্পেশাল ক্যারেক্টার কিভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন হতে পারে কোনটা ঠিক স্ট্রিং?

যেমন : “I am not “a valid” string” -> এটা সঠিক স্ট্রিং না।  এই উদাহরণ কে এভাবে লেখা যেতে পারে :

‘I am “a valid” string’ অথবা “I am \”a valid\” string”.

জাভাস্ক্রিপ্ট স্ট্রিং ভালো ভাবে দেখে নেই।  তারপর নিচের কুইজ চেষ্টা করি 🙂

Your Comments

Questions